গোয়াইনঘাটে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন
ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তিগত
শিক্ষা গ্রহনের বিকল্প নেই
......আব্দুল হাকিম চৌধুরী
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তিগত শিক্ষা গ্রহনের বিকল্প নেই । তিনি বলেন দেশ আজ অনেক দুর এগিয়ে গেছে এখন পিছনে তাকানোর সুযোগ। সকল মতবেদ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সবার প্রতি আহবান জনান। তিনি আরও বলেন জনগণ আজ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই সল্প সময়ে অনেক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করছে। আজকের এই ডিজিটাল উদ্ভাবনী মেলা থেকে আমরা ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম পাশাপাশি খুব সহজেই এর সুফল ভোগ করতে পারবে সাধারণ জনগণ। তিনি গত সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া ক্লাসরুমঃ সহজ ও কার্যকর পাঠদান পদ্ধতি বিষয়ে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, প্রকল্প কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মুহিত প্রমূখ। মেলায় ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমঃ সহজ ও কার্যকর পাঠদান পদ্ধতি শীর্ষক সেমিনার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ছয়ফুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহনকারী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, স্বাস্থসেবা সহ মোট ১১টি ষ্টল ছিল। মেলায় ১ম স্থান অধিকার করে উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্প, ২য় স্থান অধিকার করে নকশিয়া পুঞ্জি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র এবং সেরা উদ্যোক্তা নিবাচিত হন নন্দিরগাঁও ইউনিয়নের উদ্যোক্ত হাবিবুর রহমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস