তামাবিল স্থল বন্দর বা জিরো পয়েন্ট
গোয়াইনঘাট উপজেলাধীন সীমামত্মবর্তী এলাকা তামাবিল। তামাবিল স্থল শুল্ক বন্দর দিয়েই ভারত থেকে কয়লা আমদানী করা হয়। তামাবিলের অপর প্রামেত্ম ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী বাজার। তামাবিল থেকে মেঘালয় রাজ্যের শিলং পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। শীতের সময় শিলং পাহাড়ের পাদদেশে অবস্থিত বলে প্রচ- ঠা-া অনুভূত হয়। তাপমাত্রা সিলেট শহর বা জেলার অন্যান্য অঞ্চল থেকে অনেক কম। আশেপাশে রয়েছে অনেক চা বাগান। জাফলং যাওয়ার পথে তামাবিল একটি গুরম্নত্বপূর্ণ স্থান। সিলেট থেকে তামাবিলের দূরত্ব ৫৫ কি.মি.।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস