Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

গোয়াইনঘাট, সিলেট

gowainghat.sylhet.gov.bd

 

স্মারক নং : ০৫.৪৬.৯১৪১.০০০.১১.০০১.১৯.২৫৮৮                                   তারিখ : ১৫/০৯/২০২০ খ্রিঃ

 

নিয়োগ বিজ্ঞপ্তি

 

            এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকুরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা, ২০১৫ মোতাবেক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদ সমূহের গ্রাম পুলিশ (মহল্লাদার) এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

 

ক্রম

ইউনিয়নের নাম

পদের নাম

শূন্য পদের সংখ্যা

ওয়ার্ড নং

বেতন-ভাতা

0১

২নং পশ্চিম জাফলং ইউপি

মহল্লাদার

০১

০২

অর্থ মন্ত্রণালয়ের ০৭/১০/২০১৮ খ্রি: তারিখের ২৯১নং স্মারক ও স্থানীয় সরকার বিভাগের ০৪/১১/২০১৮ খ্রি: তারিখের ৫৯৫নং স্মারক মোতাবেক বেতন-ভাতা প্রাপ্য হবেন।

0২

৩নং পূর্ব জাফলং ইউপি

মহল্লাদার

০১

০৬

০৩

৫নং পূর্ব আলীরগাঁও ইউপি

মহল্লাদার

০৫

০২, ০৪, ০৬, ০৮, ০৯

০৪

৭নং নন্দিরগাঁও ইউপি

মহল্লাদার

০১

০১

০৫

8নং তোয়াকুর ইউপি

মহল্লাদার

০৪

০২, ০৩, ০৮, ০৯

০৬

১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি

মহল্লাদার

০৪

০১, ০৪, ০৬, ০৯

 

আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত শর্তস্বাপেক্ষে আগামী ১৫/১০/২০২০ খ্রি: তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, গ্রাম পুলিশ নিয়োগ কমিটি গোয়াইনঘাট, সিলেট বরাবরে সরাসরি বা ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

 

শর্তাবলী :

০১। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

০২। প্রার্থীর বয়স আগামী ১৫/১০/২০২০ খ্রি: তারিখে ১৮ হতে ৩০ বছর ও মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩২বছরের মধ্যে হতে হবে।

০৩। প্রার্থীর শারিরীক যোগ্যতা :

ক) উচ্চতা-               পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট।

খ) বুকের মাপ-          পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৩০ ইঞ্চি (স্বাভাবিক); ৩২ ইঞ্চি (সম্প্রসারণ) এবং

                             মহিলা প্রার্থীর ক্ষেত্রে ২৮ ইঞ্চি (স্বাভাবিক); ৩০ ইঞ্চি (সম্প্রসারণ)

গ) ওজন-                 পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ৫০ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ৪৫ কেজি।

০৪। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস অথবা কোন স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

০৫। প্রার্থীকে (ক) নাম, (খ) মাতার নাম, (গ) পিতা/স্বামীর নাম, (ঘ) বর্তমান ও স্থায়ী ঠিকানা, (ঙ) শিক্ষাগত যোগ্যতা, (চ) জন্ম তারিখ, (ছ) ১৫/১০/২০২০ খ্রি: তারিখে বয়স, (জ) জাতীয়তা, (ঝ) ধর্ম, (ঞ) অভিজ্ঞতা(যদি থাকে) উল্লেখসহ স্ব-হস্তে লিখিত আবেদন দাখিল করতে হবে।

০৬। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, বিশেষ কোটার স্বপক্ষে প্রমানাদির সত্যায়িত কপি, সত্যায়িত ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

০৭। সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

০৮। মহল্লাদার পদে নিয়োগের ক্ষেত্রে বিধিমালায় বর্ণিত যোগ্যতায় উপযুক্ত বিবেচিত হলে মৃত বা অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের পুত্র, কন্যা বা প্রত্যক্ষ পোষ্যদের অগ্রাধিকার দেয়া হবে।

০৯। নির্বাচনী/মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণকে অবশ্যই দাখিলকৃত সকল প্রমানাদির মূলকপি প্রদর্শন করতে হবে।

১০। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১। নির্বাচনী/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন, পরিমার্জন কিংবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/09/2020
আর্কাইভ তারিখ
31/12/2020