প্রাচীণ কালে গোয়াইনঘাট স্বাধীন সার্বভৌম জৈন্তাপুর রাজ্যের অংশ থাকায় স্বাভাবিক কারণে শিক্ষা সংস্কৃতি, পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকে কিছুটা ভিন্ন । বৃটিশরা ভারত উপমহাদেশ দখলের প্রায় ৯০ বছর পর এই জৈন্তারাজ্য তাদের আয়ত্তে নেয় । বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় ১৩টি ইউনিয়ন রয়েছে । পূর্বে পিয়াইনগুল, জাফলং, ধরগ্রাম, আড়াইখা, পাঁচভাগ (উত্তর ও দক্ষিণ) এ ৫টি পরগণা নিয়ে ০৯টি ইউনিয়ন গঠিত হয়েছিল । ১৮৩৫ সালে ১৬ই মার্চ জৈন্তা বৃটিশ অধিকারে আসে । ফলে মুসলমানেরা এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় । জৈন্তা রাজ্যের পতনের পর ১৮৩৬ সাল হতে গোয়াইনঘাট সহ জৈন্তা সিলেট জেলা কালেক্টরের অধীনে ন্যস্ত করা হয় । বৃটিশ সরকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ১৮২৯ সালে বর্তমান গোয়াইন বাজারে থানা স্থাপন করেন । তখন থানাকে পুলিশ স্টেশন বলা হতো । অত:পর অন্যান্য প্রশাসনিক অফিস ক্রমান্বয়ে বর্তমানে গোয়াইনঘাট থানায়গড়ে উঠে । ১৪/০৩/১৯৮৩ তারিখ হতে গোয়াইনঘাট থানা উপজেলায় উন্নীত হওয়ার পর অত্র উপজেলায় শিক্ষা সংস্কৃতি, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য আর্থ সামাজিক অবস্থার উত্তরোত্তর উন্নতি ঘটেছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস