জনগণের দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে বর্তমান সরকারের এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে তথ্যের গুরুত্ব অপরিসীম এবং এ ওয়েব পোর্টালটি এ ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে । এ ওয়েব পোর্টালটি সহজবোধ্য করার লক্ষে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে । সার্বজনীন এ ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, বন্টন, কর্মসংস্থান সর্বাপরি উপজেলার উন্নয়ন কর্মকান্ড (টি আর,কাবিখা,কাবিটা,এডিবি) প্রভৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং চাহিদানুযায়ী সেবা গ্রহণ করতে পারবে । গোয়াইনঘাট উপজেলা বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি । খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং ও বিছনাকান্দির পাথর কোয়ারি ও জাফলং চা বাগান এর মনোমুগ্ধকর সৌন্দর্য, সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বার বার । এ উপজেলার বেশ বহু লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে । প্রবাসে অবস্থানরত ব্যক্তিগণও এ ওয়েব পোর্টালের মাধ্যমে সরাসরি সেবা গ্রহণ করতে পারবে । এছাড়াও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে এবং প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সর্বসত্মরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে এ ওয়েব পোর্টাল গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস
উপজেলা নির্বাহী অফিসার
গোয়াইনঘাট, সিলেট।
মোবাইল নং ০১৭৩০৩৩১০৩৬
unogowainghat@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস