গোয়াইনঘাটের সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক। এখানে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের বসবাস। বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তবে বিভিন্ন নৃতাত্ত্বিক জন গোষ্ঠী খৃষ্টান ও সনাতন ধর্মাবলম্বী। খাসিয়া, মনিপুরী ও পাত্র সম্প্রদায়ের বসবাস রয়েছে এ উপজেলায়। বাঙ্গালীদের ভাষা বাংলা এবং অন্যান্য নৃ-গোষ্ঠী নিজ নিজ ভাষায় কথা বলে। পনের’শ শতাব্দি শুরু থেকে এ যাবৎ সিলেটবাসীরা যে সমস্ত ভাষায় সাহিত্য রচনা করে গেছেন, সেগুলো হলো-(১) সংস্কৃত (২) বাংলা (৩) সিলেটি নাগরী (৪) আরবী (৫) ফার্সী (৬) উর্দু ও (৭) ইংরেজি।এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বিদ্যমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস