Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে গোয়াইনঘাট উপজেলা

 প্রাচীণ কালে গোয়াইনঘাট স্বাধীন সার্বভৌম জৈন্তাপুর রাজ্যের অংশ থাকায় স্বাভাবিক কারণে শিক্ষা সংস্কৃতি, পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকে কিছুটা ভিন্ন । বৃটিশরা ভারত উপমহাদেশ দখলের প্রায় ৯০ বছর পর এই জৈন্তারাজ্য তাদের আয়ত্তে নেয় । বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় ০৯টি ইউনিয়ন রয়েছে । পূর্বে পিয়াইনগুল, জাফলং, ধরগ্রাম, আড়াইখা, পাঁচভাগ (উত্তর ও দক্ষিণ) এ ৫টি পরগণা নিয়ে ০৯টি ইউনিয়ন গঠিত হয়েছিল । ১৮৩৫ সালে ১৬ই মার্চ জৈন্তা বৃটিশ  অধিকারে আসে । ফলে মুসলমানেরা এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় । জৈন্তা রাজ্যের  পতনের পর ১৮৩৬ সাল হতে গোয়াইনঘাট সহ জৈন্তা সিলেট জেলা কালেক্টরের অধীনে ন্যস্ত করা হয় । বৃটিশ সরকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ১৮২৯ সালে বর্তমান গোয়াইন বাজারে থানা স্থাপন করেন ।  তখন থানাকে পুলিশ স্টেশন বলা হতো । অত:পর অন্যান্য প্রশাসনিক অফিস ক্রমান্বয়ে বর্তমানে গোয়াইনঘাট থানায়গড়ে উঠে । ১৪/০৩/১৯৮৩ তারিখ হতে গোয়াইনঘাট থানা  উপজেলায় উন্নীত হওয়ার পর অত্র উপজেলায় শিক্ষা সংস্কৃতি, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য আর্থ সামাজিক অবস্থার উত্তরোত্তর উন্নতি ঘটেছে ।